• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গোয়ালন্দে বই মেলার উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোয়ালন্দে বই মেলার উদ্বোধন

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০২০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ বছরই প্রথম তিনদিন ব্যাপী বই মেলার আয়োজন করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন। আয়োজনে ভিন্নতা আনতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা কোর্ট চত্ত্বরে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে গত প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অধিকারী নওশীন তাবাচ্ছুম নিশাত।

নওশীন তাবাচ্ছুম নিশাত উপজেলার চর বরাট শিশু বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনীতে অংশ নিয়ে এ গৌরব অর্জন করে। সে হাফিজ বেলাল ও রওশন আরা দম্পতির এক মাত্র সন্তান। মেলায় ১৬টি স্টল ছাড়াও গ্রামীণ মেলার ঐতিহ্য হিসেবে নাগরদোলাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আসদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads