• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

পদ্মায় জেলের জালে ২৫ কেজির বাঘাইড়

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২০

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে শনিবার মধ্যরাতে বাসুদেব হালদার নামে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখলে উৎসুক জনতা একনজর দেখার জন্য সেখানে ভিড় জমায়।

মানিকগঞ্জের আরিচা এলাকার জেলে বাসুদেব হালদার জানান, তিনি দীর্ঘদিন ধরে নিয়মিত পদ্মায় মাছ শিকার করেন। প্রতিদিনের মত শনিবার রাতেও তিনিসহ তার সঙ্গীরা মাছ ধরতে পদ্মা নদীতে জাল ফেলেন। তবে ছোটখাটো কিছু মাছ ছাড়া তেমন কোনো মাছের দেখা পাচ্ছিলেন না। কিন্তু মধ্যরাতের দিকে তাদের জালে বিশাল আকৃতির এক বাঘাইড় মাছটি আটকা পড়ে। পড়ে মাছটি ওজন দিয়ে দেখা যায় ২৫ কেজি ওজন।

বাঘাইড় মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লার কাছে ৯০০ টাকা কেজি দরে ২২ হাজার ৫০০ টাকা বিক্রি করি। দীর্ঘদিন পর তার জালে এ ধরনের মাছ আটকা পড়ে বলে তিনি জানান।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, মাছটি আমি বেশী লাভের আশায় কিনে ঢাকায় পাঠাই। সেখানে এক ব্যাক্তির কাছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads