• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে সাইনবোর্ড

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় গাছে পেরেক ঠুকে লাগানো হচ্ছে সাইনবোর্ড

  • কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২০

গাছেরও প্রাণ আছে। একেকটা গাছ একেকটা অক্সিজেনের কারখানা। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সড়কের পাশের গাছগুলোতে পেরেক দিয়ে পোস্টার, সাইনবোর্ড, ফেস্টুন বা ব্যানার অবাধে লাগানো হচ্ছে। গাছে পেরেক ঠুকানো সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না কেউ। পেরেক লাগানোর ফলে নষ্ট হচ্ছে গাছের জীবনী শক্তি কিংবা পেরেকের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে পচে গিয়ে মরে যাচ্ছে অনেক গাছ। পরিবেশবিদরা বলছেন প্রয়োজন জনসচেতনতা,আর সিটি কর্পোরেশন বলেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সড়কের পাশের গাছগুলোতে  অবাধে পেরেক ঠুকে লাগানো হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক সাইনবোর্ড।ফলে ব্যাহত হচ্ছে গাছের স্বাভাবিক বৃদ্ধি প্রক্রিয়া । গাছের প্রতি এমন নির্মমতার ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। অক্সিজেনের পাওয়ার হাউস খ্যাত গাছ রক্ষা জরুরি বলছেন সাধারণ মানুষ।

কুমিল্লা সবুজ আন্দোলনের সভাপতি,কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি বলেন, দিনে দিনে বৃক্ষ হ্রাস পাওয়ায় হুমকির মুখে পরছে পরিবেশ।  গাছের উপর এই নির্মমতায় ক্ষতি হচ্ছে গাছগুলো।ফলে হুমকির মুখে পড়ছে পরবর্তী প্রজন্ম। পরিবেশ বাঁচিয়ে রাখতে সবুজ গাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেন জানান,  গাছে পেরেক ঠুকানো সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। সিটি কর্পোরেশন এলাকার সকল গাছের সাইনবোর্ড অচিরেই অপসারণ করা হবে।

গাছ সতেজ তো মানুষ সতেজ,গাছ সতেজ তো পরিবেশ সতেজ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা,সর্বোপরি নিজেকে রক্ষা করতে এখনই গাছের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads