• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পর্যটন স্পটে ভ্রমণগুলোতে নিষেধাজ্ঞা

সংগৃহীত ছবি

সারা দেশ

ভ্রমণে নিরুৎসাহিত করার উদ্যোগ

পর্যটন স্পটে ভ্রমণ গুলোতে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, কক্সবাজার সমুদ্র সৈকত, পতেঙ্গসহ সারাদেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো।

এদিকে, যে সকল পর্যটন কেন্দ্রগুলো এখনও বন্ধ ঘোষণা করেনি সে সকল স্পটগুলোতেও ভ্রমণে নিরুৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এরমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আগামী ২০ মার্চ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান পার্কটি পরিদর্শন করে এ বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।

আর পর্যটন শহর কক্সবাজারে সমুদ্র সৈকতসহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ মার্চ) বিকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফখরুল ইসলাম জানান, ইতোমধ্যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে মাইকিং শুরু করা হয়েছে। করোনার ঝুঁকি সম্পর্কে জানানো হচ্ছে।

এদিকে, চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার (১৮ মার্চ) বিকালে সিএমপির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সম্পর্কে জানতে চাইলে সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, ‘জনসমাগমের কারণে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সেই আশঙ্কা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ করেছি।

অন্যদিকে, জনসমাগম এড়াতে কুমিল্লার নগর উদ্যান এবং শিশু পার্কসহ সরকারি-বেসরকারি সব বিনোদনকেন্দ্র বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এছাড়া, পার্বত্য জেলা রাঙামাটির সব পর্যটন ও বিনোদন কেন্দ্র, বরগুনার পর্যটন কেন্দ্রেগুলো ও সুনামগঞ্জের তাহিপুরের পর্যটনকন্দ্রেগুলোসহ দেশের বিভিন্ন স্পটে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্পট বন্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার এ তথ্য জানিয়েছেন বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads