• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কাশিয়ানীতে ৬ লেনের কালনা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে

কাশিয়ানীতে মধুমতি নদীর উপর বাংলাদেশের প্রথম ৬ লেনের কালনা সেতুর প্রস্তাবিত নকশা

সংগৃহীত ছবি

সারা দেশ

কাশিয়ানীতে ৬ লেনের কালনা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ ২০২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর উপর বাংলাদেশের প্রথম ৬ লেনের সেতু নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

আশা করা যাচ্ছে, আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই সেতুর নির্মান কাজ শেষ হবে। ইতোমধ্যে ব্রীজের ৩০ ভাগ কাজ শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান।  

শুধু কালনাতেই নয়, এ ব্রীজের স্টীল ফ্রেমের কাজ চলছে ভিয়েতনামে। তিন শতাধিক শ্রমিক প্রতিদিন এই ব্রীজ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও যশোর, বেনাপোলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হতে চলেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তদারকি করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের এই কালনা সেতুর কাজ দেখভাল করছেন। জাইকার সহযোগিতায় ও দেশীয় অর্থে তিনটি ঠিকাদারী প্রতিষ্ঠান যৌথভাবে এ সেতু নির্মানের কাজ শুরু করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ২৪ জানুয়ারী এই সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন এবং ২০১৮ সালের ৩০ অক্টোবর নির্মান কাজের উদ্বোধন করেন।

কালনা সেতুর সহকারী প্রকল্প পরিচালক এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দিন জানিয়েছেন, ছয় লেনের এ সেতু হবে এশিয়ান হাইওয়ের অংশ। চারটি মূল লেনে দ্রুতগতির এবং দুটি লেনে কম গতির যানবাহন চলাচল করবে।

সেতুর দৈর্ঘ্য হবে ৬শ ৯০ মিটার ও প্রস্থ ২৭ দশমিক ১ মিটার। উভয় পাশের অ্যাপ্রোচ সড়ক হবে ৪ দশমিক ৩০ কিলোমিটার। সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯শ ৬০ কোটি টাকা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads