• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ যুবক

সংগৃহীত জিভি ছবি

সারা দেশ

পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে ১ যুবক

পরিবারের ৯ জনকে হোমকোয়ারেন্টাইনে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ মার্চ ২০২০


 পঞ্চগড়ে করোনাভাইরাসে উপসর্গ থাকায় এক যুবককে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় রোববার গভীর রাতে তাকে জেলার আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।  ২৩ বছরের ওই যুবকের জ্বর, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ছিল। 

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, ওই যুবক গত ১৬ মার্চ ঢাকা থেকে নওগাঁয় শ্বশুড়বাড়ি বেড়াতে যান। পরে ২০ মার্চ তার শাশুড়িকে নিয়ে জেলা শহরের ধাক্কামা এলাকায় শ্যালিকার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকাকালীন অবস্থায় তার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়।

রোববার গভীর রাতে তার বুকে ব্যথা ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আধুনিক সদর হাসপতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা তার শরীরে করোনার উপসর্গ পেয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। পরে তার শ্যালিকর পরিবারের ৯ জনকেও হোমকোয়ারেন্টাইনে রাখা হয়। 

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, ওই যুবকের শরীরে করোনার বেশ কয়েকটি উপসর্গ দেখা দেওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আইইডিসিআর প্রতিনিধি এসে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে যাবেন। এর পরেই নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত কিনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads