• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনা সচেতনতায় কালকিনিতে লিফলেট বিতরণ ও মাইকিং

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা সচেতনতায় কালকিনিতে লিফলেট বিতরণ ও মাইকিং

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালিয়েছে কালকিনি উপজেলার সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন।

আজ মঙ্গলবার দিনভর কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বি.এম রাজিব হোসেন, সাধাণ-সম্পাদক সজিব খান, দপ্তর সম্পাদক রিয়াজ বেপারী, প্রচার সম্পাদক রাকিব বেপারী প্রমুখ। তারা বিভিন্ন দলে ভাগ হয়ে কালকিনি উপজেলার বিভিন্ন গ্রামে দিনভর লিফলেট বিতরণ ও মাইকিং করেন।

প্রচারাভিযানে কালকিনি পৌর এলাকা ও গ্রামাঞ্চল এলাকার মানুষদের মাঝে মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সবাইকে সচেতন ও আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানানো হয়।

মহামারি করোনা ভাইরাসের লক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধিসমূহ তুলে ধরা হয়। বহিরাগত বা বিদেশ থেকে আগতদের পর্যবেক্ষণে রাখতে এবং কোয়ারেন্টাইনে পাঠানোর অনুরোধ জানানো হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads