• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দৌলতদিয়া যৌনপল্লীতে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দৌলতদিয়া যৌনপল্লীতে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বৃহত্তম ও অধিক ঝুঁকিপূর্ণ দৌলতদিয়া যৌনপল্লীতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এ জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা পল্লীর বিভিন্ন গলি, বসত বাড়ি ও পাশ্ববর্তী রেল স্টেশন এলাকায় এ জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করেন।

এ সময় তারা মহামারী করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য হ্যান্ডবিল বিতরণ ও হ্যান্ড মাইক দিয়ে সচেতনতামূলক প্রচারণা চালান।

এ উদ্যোগে অংশ নেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী, গণস্বাস্থ্য কেন্দ্রের জুনিয়র মেডিকেল অফিসার ডা. আল-আমিন মন্ডল, মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, রাসেল আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্যারামেডিক মো. হারুনুর রশিদ প্রমুখ।

কেন্দ্রের ইনচার্জ জুলফিকার আলী জানান, তারা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর নির্দেশে এ কার্যক্রম শুরু করেছেন। জীবাণুনাশক ওষুধ স্প্রে প্রয়োগ এখন থেকে নিয়মিত চলবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads