• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রায়পুরায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে  প্রশাসন ও সেনাবাহিনীর প্রচারণা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রায়পুরায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে  প্রশাসন ও সেনাবাহিনীর প্রচারণা

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ ২০২০

“ঘরে থাকুন নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন” এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস মোকাবেলায় নরসিংদীর রায়পুরা উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে।

আজ সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দিনব্যাপী গণসচেতনতা তৈরিতে উপজেলার  রায়পুরা বাজার, শ্রীরামপুর বাজার, সাপমারা বাজার, মৌলভীবাজার ও নীলকুঠি রাজুর বাজার সহ বিভিন্ন মোড়ে  এ প্রচারণা চালানো হয়।

প্রচারণায় জনগণকে জরুরী প্রয়োজন ব্যতিত বাড়ি হতে বের না হওয়ার জন্য বলা হয়। আর যদি বের হতেই হয় তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য মাইকিং করা হয়। পাশাপাশি করোনা সংক্রমণ   প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও বাজারে বাজারে বক্তব্য রেখে জনগণকে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, পৌর মেয়র জামাল মোল্লা, উপজেলা প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন,  ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান এবং সেনাবাহিনীর টিমে ছিলেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট পারভেজ মোল্লা, ক্যাপ্টেন ফেরদৌস, তৌফিক সহ আরও অনেকে।

উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, জনগণের সচেতনতা বৃদ্ধি ও ৩ ফুট সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী নিয়ে বিভিন্ন বাজারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক সংক্রমণ করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব(৩ ফুট) নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আজকের এই মাইকিং করা হয়। তিনি তার বক্তব্যে জনগণকে আরও সচেতন ও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান।

এ ছাড়াও  মানুষের নিত্য প্রয়োজনীয় ঔষধ, মুদি-মনোহরী, তরকারী, গ্যাস ও বিকাশের দোকান ব্যতিত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads