• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সখীপুরে মানুষ‌কে ঘ‌রে রাখ‌তে অনলাইন শ‌পিং চালু করল উপ‌জেলা প্রশাসন

সংগৃহীত ছবি

সারা দেশ

সখীপুরে মানুষ‌কে ঘ‌রে রাখ‌তে অনলাইন শ‌পিং চালু করল উপ‌জেলা প্রশাসন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২০

টাঙ্গাই‌লের সখীপু‌রে মানুষ‌কে ঘ‌রে রাখ‌তে অনলাইন শ‌পিং সা‌র্ভিস চালু ক‌রে‌ছে উপ‌জেলা প্রশাসন। জনগ‌ণের সু‌বিধা‌র্থে ‘নিত্য সদাই অনলাইন শ‌পিং’ না‌মের সেবা‌টি আগামীকাল বুধবার থে‌কে কার্যক্রম শুরু কর‌বে। করোনা ভাইরা‌সের কার‌ণে বাজা‌রে না এ‌সে নিত্য প্র‌য়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষ যা‌তে ঘ‌রে বসেই কেনাকাটা কর‌তে পা‌রে এমন ভাবনা থে‌কে এ সেবা‌ চালু করা হয়েছে।

উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে, নি‌র্দিষ্ট দু'‌টি মু‌ঠো‌ফো‌ন ০১৮১৩২০৫৭১৭ ও ০১৮ ৭১০৩৩৮১৭ নম্ব‌রে ফোন করে অর্ডার দি‌লেই ঘ‌রে পৌঁ‌ছে যা‌বে নিত্য প্র‌য়োজনীয় জি‌নিসপত্র।

নাট্যজন আলী হাসান এ সেবা‌টি‌কে স্বাগত জানিয়ে বলেন, উ‌দ্যোগটি সফল হলে এটি মানুষকে ঘরে রাখতে সহযোগিতা করবে।

উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা ব‌লেন, ক‌রোনা ভাইরাস মোকা‌বেলা কর‌তে মানুষ‌কে ঘ‌রে রাখ‌তে এই নিত্য সদাই শ‌পিং সেবা চালু করা হ‌য়ে‌ছে। সেবা‌টি বাস্তবায়ন কর‌তে কর্মহীন হ‌য়ে পড়া শ্রমজীবী‌দের সহ‌যো‌গিতা নেওয়া হ‌বে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads