• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চৌদ্দগ্রামে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু, তিনটি বাড়ি লকডাউন

প্রতীকী ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু, তিনটি বাড়ি লকডাউন

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনার উপসর্গ সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মহিন উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত ছালেহ আহম্মদের ছেলে। বুধবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসিবুর রহমানসহ পুলিশ মৃতের বাড়িতে পৌঁছে তিনটি বাড়ি লকডাউন ঘোষণা ও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।

মৃত মাঈন উদ্দিনের পাশের বাড়ির নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি সাংবাদিকদের জানান, মহিন উদ্দিন পেশায় একজন রাজ মিস্ত্রী। গত কয়েকদিন যাবত তিনি সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত ছিলেন। সর্দি জ্বর নিয়ে তাকে গ্রামের মসজিদে নামাজ আদায়সহ দোকানপাটে ঘোরাফেরা করতে দেখা গেছে। সর্দি, জ্বর ও কাশির উপসর্গ লোকজনের কাছে গোপন রেখে তিনি স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসা নেয়ার চেষ্টা করেছেন। মঙ্গলবার রাতে মাল্টার জুস খাওয়ার পর মহিন উদ্দিনের পাতলা পায়খানা দেখা দেয় এবং ভোরে তার মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি আইইসিডিআরের হট নাম্বার এবং স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে। চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বিষয়টি থানা এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কাজ শেষে দুপুর ১২টায় নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, আরএমও ডা. গোলাম কিবরিয়া টিপু, স্যানিটারী ইন্সপেক্টর হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, পৌরসভার ইন্সপেক্টর ইমাম হোসেন সজিব ও গাড়ি চালক সাইফুল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান জানান, ‘সর্দি, কাশি, জ্বর ও ডায়রিয়া নিয়ে মহিন উদ্দিন নামের ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য তা ঢাকায় পাঠানো হবে। সে আমাদের এখানে চিকিৎসার জন্য আসেনি বা যোগাযোগও করেনি। করোনা আক্রান্ত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্দেহ করা হচ্ছে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। তারপরও নমুনার রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে’।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা জানান, ‘আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। নমুনার রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads