• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জের ইকুরিয়া বাজার স্থানান্তরের নির্দেশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জের ইকুরিয়া বাজার স্থানান্তরের নির্দেশ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পাশে অতি স্বল্প জায়গায় গড়ে ওঠা ইকুরিয়া বাজারসহ আরও কয়েকটি বাজার স্থনান্তর ও সম্প্রসারণের নির্দেশনা দিয়েছে কেরাণীগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ সোমবার থেকে শুভাঢ্যা পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের বাজার সম্প্রসারণের সকল কার্যক্রম শুরু হয়ে গেছে। বাজারের স্থান ভাগ করে দেওয়া হয়েছে। মাছ, সবজি ও মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোন কোন স্থানে বসানো হবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে।

ইকুরিয়া বাজার সমিতির সভাপতি কাইয়ূম ভান্ডারী জানান, করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের বাজারে লোকসমাগম বেশি হওয়ায় এখন লোকসমাগম বেশি হয়। খুব সল্প জায়গায় এ বাজারটিতে প্রায় পাঁচ গ্রামের লোক জনের কেনা-কাটা করে। উপজেলা প্রশাসন এটি সম্প্রসারণ করে মুসলিম নগর সরকারি প্রাইমারী স্কুল মাঠে নেয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

বাজার সম্প্রসারনের বেপারে শুভাঢ্যা ০৮ নং ওয়ার্ড মেম্বার হাজি ওহেদুজ্জামান জানান, বাজারের ভিতরে নিরাপদ রাখা ১০ফিট দুরুত্ব বজায় রেখে দোকান বসানো হয়েছে, বাজার মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

বাজার স্থানান্তর নির্দেশনা সম্পর্কে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ইকুরিয়া বাজারসহ কয়েকটি ইউনিয়নের বাজার সম্প্রসারণ ও স্থানান্তরের নির্দেশ দিয়েছি। বাজারটি সম্প্রসারণ করে সাময়িকভাবে মুসলিম নগর প্রাইমারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads