• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
গাজীপুরে গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৬

সংগৃহীত ছবি

সারা দেশ

গাজীপুরে গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ এপ্রিল ২০২০

গাজীপুরে করোনা পরিস্থিতির অবনতি ঘটেই চলেছে। একজন সাংবাদিকসহ মঙ্গলবার জেলায় নতুন করে ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে সর্বাধিক ৮ জন আক্রান্ত হয়েছেন কাপাসিয়া এলাকায়। বাকি ৮ জনের তিনজন গাজীপুর মহানগর এলাকার, চারজন শ্রীপুরের ও একজন কালিগঞ্জ উপজেলার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫১ জনে। কাপাসিয়ায় আক্রান্ত ৮ জনের মধ্যে ৬ জন ছোঁয়া ফিড মিলের শ্রমিক। অন্য দুইজনের একজন নারী।

এ নিয়ে মিলের ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেল। শ্রীপুরে আক্রান্তদের সকলের বাড়ি উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের লতিফপুর গ্রামে। গাজীপুর মহানগরীতে আক্রান্তদের একজন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads