• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

সংগৃহীত ছবি

সারা দেশ

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০২০

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় বুধবার সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কুদ্দুস দপ্তরী (৩২) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার আলদী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আলদী গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।

ছোট ভাই মেহেদী দপ্তরী জানান, দীর্ঘদিন ধরেই উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের আলদী গ্রামে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল সহিদ হালদার ও আরিফ হালদার গং। তার বড় ভাই কুদ্দুস মাদক বিক্রিতে তাদের বাঁধা দিয়ে আসছে। এতে বুধবার সকালে গ্রামের রাস্তায় কুদ্দুসকে একা পেয়ে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কোপায় তারা।

রক্তাক্ত জখম অবস্থায় কুদ্দুসকে প্রথমে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ডিউটি অফিসার তুহিনুজ্জামান জানান, সকালে রক্তাক্ত জখম অবস্থায় এক যুবককে থানায় নিয়ে আসে স্বজনরা। এ সময় তারা লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে আগে চিকিৎসা গ্রহণের কথা বলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসা শেষে অভিযোগ নেওয়া হবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads