• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বগুড়া কারাগারের আরও ৮৮ বন্দীর মুক্তি

প্রতীকী ছবি

সারা দেশ

করোনার সংক্রমণ মোকাবিলা

বগুড়া কারাগারের আরও ৮৮ বন্দীর মুক্তি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বগুড়া জেলা কারাগার থেকে আরও ৮৮ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।কারাগারের চাপ কমাতে গতকাল শুক্রবার তৃতীয়ধাপে এই ৮৮ জন বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর আগে ২ ও ৩ মে দুই ধাপে মুক্তি পান ১১ জন।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই কারাগারের ১৬৯ জন বন্দীকে মুক্তির সুপারিশ করা হয়েছে। গতকাল পর্যন্ত ৯৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। সরকারের অনুমতি পেলে, অন্যরা ঈদের আগেই মুক্তি পেতে পারেন।

বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তাজ উদ্দিন প্রথম আলোকে এসব বিষয় নিশ্চিত করে বলেন, যাঁদের মুক্তি দেওয়া হয়েছে, তাঁরা সবাই লঘু দণ্ডে দণ্ডিত। সর্বোচ্চ এক বছর যাঁদের সাজা, তাঁরাই এই তালিকায় রয়েছেন। ছয় মাস থেকে এক বছর, তিন মাস থেকে ছয় মাস এবং শূন্য থেকে তিন মাস—এই তিনটি ভাগে ভাগ করে ১৬৯ বন্দীকে মুক্তির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গতকাল ৮৮ জনসহ তিন ধাপে ৯৯ জন মুক্তি পেলেন।

ভারপ্রাপ্ত তত্ববধায়ক বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কারাগারে বন্দীদের চাপ কমাতে সরকারের নির্দেশেই এই মুক্তির প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads