• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিরাজগঞ্জের শাহজাদপুরে লকডাউন উপেক্ষা করে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে লকডাউন উপেক্ষা করে মানববন্ধন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে ২০২০

সিরাজগঞ্জের শাহাজাদপুরের পোতাজিয়ায় এক ব্যাবসায়ীর দোকানে অগ্মিসংযোগের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে লকডাউন উপেক্ষা করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মানববনন্ধনে বক্তারা দাবি করেন, গত ৫ জুন রাতে পোতাজিয়া জদুরজোলা বাজারের পুর্ব শত্রুতার জেরে আলাউদ্দিনের নেতৃত্বে ব্যাবসায়ী বরাত আলীর দোকানে অগ্নি সংযোগ করা হয়। এতে তিনটি দোকানের মালামাল সম্পুর্ন রুপে পুড়ে যায়। এ ব্যাপারে বরাত আলী বাদী হয়ে ৬ জুন ৫ জনের বিরুদ্ধে শাহাজাদপুর থানায় মামলা দায়ের করে। কিন্তু প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে আটক করেনি।

এ সময় বরাত আলী বলেন, আমি ৫জনের নাম দিয়ে মামলা করার পরেও পুলিশ আসামীদের গ্রেপ্দার করছে না। এলাকার চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েও কোন বিচার পাচ্ছি না। বরং আসামীরা মামলা তুলে নেবার জন্য বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads