• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কালিয়াকৈরে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ঈদ সামগ্রী বিতরণ

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ মে ২০২০

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর দক্ষিণপাড়া এলাকায় শুক্রবার অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবীর খান। সাড়ে তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী বিরতণ করা হয়।

এ সময় কাউন্সিলর আহাদ আলী, আলহাজ হোসেন, আমজাদ হোসেন প্রিন্স, জাহাঙ্গীর আলম, বাদশা মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া পৌরসভার হরিনহাটি এলাকায় কাকলী ভিলার মালিক আবুল কালাম আজাদ বিকেলে ১০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। এসময় প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ পাকেট সেমাই, ১কেজি দুধ, ১ কেজি আলু বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সাজু মোল্লা,আব্দুল জব্বার,হেলাল উদ্দিন প্রমুখ।

অপরদিকে কাউন্সিলর ফারুক হোসেনের উদ্দ্যোগে লতিফপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনায় দুর্দশায় পড়া নিম্নআয়ের ৫৫০ পরিবারের মাঝে পোলাউর চাল, সেমাই, চিনি ও আলু বিতরণ করা হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে কালিয়াকৈরে তিনটি স্পটে প্রায় ৩শতাধিক কর্মহীন, দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার প্রথমে সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে পরে কালিয়াকৈর বাজারে এবং সূত্রাপুর এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গাজীপুরের কালিয়াকের উপজেলার কালিয়াকৈর মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকেলে আটাবহ ইউনিয়ন এর চাতৈলভিটি এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় প্রতিটি পরিবারের মাঝে ১ কেজি পোলাওয়ের চাল, ১ কেজি চিনি, ১ পাকেট সেমাই, ১টি মুরগী বিতরণ করা হয়। এছাড়া কালিয়াকৈর শিলাবৃষ্টি কমপ্লেক্সের  সামনে কালিয়াকৈর মানবিক ফাউন্ডেশন ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ সামগ্রী করেছে।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, বিশিষ্ট সমাজ সেবক শামসুল আলম, জাহাঙ্গীর আলম,গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য সোহেল রানাসহ কালিয়াকৈর মানবিক ফাউন্ডেশনের কর্মীরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads