• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, মসজিদ-দোকানপাট ভাংচুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, মসজিদ-দোকানপাট ভাংচুর

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০২০

নেত্রকোণার পূর্বধলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাপাশিয়া স্কুল মাঠে বলিয়াকান্দা বনাম ধোবাউড়া উপজেলাধীন পোড়াকান্দুলিয়া গ্রামের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে কথা কাটাকাটি নিয়ে তুমুল বিবাদের সৃষ্টি হয়। পরে কাপাশিয়া ঈদগা মাঠের মসজিদ ভাংচুর ও কাপাশিয়া বাজারে কিছু সংখ্যক দোকানপাট ভাংচুরসহ আহত হয়েছেন ৫ জন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার রাত থেকেই কাপাশিয়া সেতু ব্যারিকেড সৃষ্টি করার ফলে সকল যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। এলাকাবাসীর দাবী, মসজিদ ভাংচুর ও সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ধোবাউড়া ও পূর্বধলা উপজেলার সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে।

আজ বুধবার পোড়াকান্দুলিয়ার লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে বেরিকেট ভাঙতে এলে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ২০ আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ফরিদ হোসেন বাবলু ও আব্দুল জলিলকে পূর্বধলা থানায় হেফজতে নিয়ে আসে।

ঘটনার সমাধানের লক্ষে পূর্বধলা ও ধোবাউড়া থানার পুলিশ কর্মকর্তাগণ উপজেলার কাপাশিয়া বাজারে আলোচনা করেন এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উভয় উপজেলার নেতৃস্থানীরা এক আলোচনা বৈঠকে মিলিত হয়ে স্থায়ী মিমাংসার করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads