• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নরসিংদীতে নতুন করে আরো ৪৩ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

নরসিংদীতে নতুন করে আরো ৪৩ জনের করোনা শনাক্ত

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০২০

নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নরসিংদীতে ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৪ জন। শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়,গত শনিবার করোনাভাইরাসে সংক্রমিত সন্দেহে ১৯৬ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পরে রবিবার রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে সেসব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এতে নতুন আরও ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৪৩ জনের মধ্যে ২৯ জন নরসিংদী সদর উপজেলার , রায়পুরায় উপজেলার ৪ জন, পলাশ উপজেলার ৬ জন, বেলাব উপজেলার ৩ জন ও শিবপুর উপজেলার ১জন।

এছাড়া গত ২৯ মে শুক্রবার রায়পুরা উপজেলার মুছাপুরে আফিফা বেগম (৫৮) নামে এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যান। তার নমুনা পরীক্ষার পর রেজাল্ট পজেটিভ এসেছে।

আর বৃহস্পতিবার পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ৪৩২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৩৭১৩ জনের রেজাল্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৬৮৪ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। জেলায় সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৪৮৩ জন, রায়পুরাতে ৪১ জন, শিবপুরে ৪৫ জন, বেলাবোতে ৪৪ জন, পলাশে ৪৯ জন ও মনোহরদীতে ২০ জন । এদের মধ্যে সুস্থ হয়েছে ২৩৮ জন,আক্রান্ত ৩৪ জন হাসপাতালে আইসোলেশনে আছেন, আর ৪০২ জন আইসোলেশনে আছেন বাড়িতে।

আর এখন পর্যন্ত জেলায় মারা গেছেন মোট ১০ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৭ জন, পলাশে ০১ জন, রায়পুরা ০১ ও বেলাব উপজেলায় ০১ জন।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, করোনায় নতুন করে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকতেও বাধ্য করা হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads