• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
সখীপু‌রে গলা ব্যথা বাবার, করোনা শনাক্ত হল শিশুপুত্র মাহবুবের

ফাইল ছবি

সারা দেশ

সখীপু‌রে গলা ব্যথা বাবার, করোনা শনাক্ত হল শিশুপুত্র মাহবুবের

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জুন ২০২০

টাঙ্গাইলের সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের রেজাউল করিমের হালকা গলা ব্যথা ছিল। গত ৩০ মে রেজাউল ক‌রিম তার স্ত্রী ও শিশুপুত্র মাহবুবকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।  প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে কর্মরত বন্ধু আমিনুর তা‌কে ক‌রোনার টেস্ট করা‌তে উৎসাহ ও পরামর্শ দেন। পরে রেজাউল করিমসহ তার স্ত্রী এবং সন্তানের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসেন।  আজ শুক্রবার রি‌পো‌র্টে স্বামী-স্ত্রী দুজনের করোনা নেগেটিভ আসলেও তা‌দের ৮ বছ‌রের শিশুপুত্র মাহবুবের রি‌পোর্ট এসে‌ছে পজেটিভ। অথচ ওই শিশু‌টির মধ্যে ক‌রোনাভাইরা‌সের কো‌নো লক্ষণই ছিল না।

আজ শুক্রবার এ তথ্য জানান ক‌রোনা প‌জে‌টিভ শিশু মাহবু‌বের চাচা আ‌নোয়ার হো‌সেন।

স্থানীয় ইউপি সদস্য জ‌য়েন উদ্দিন ব‌লেন, ভাইরা‌সের লক্ষণ‌বিহীন শিশুর দে‌হে ক‌রোনা প‌জে‌টিভ হওয়ায় অবাক হ‌য়ে‌ছেন ওই প‌রিবারের লোকজনসহ স্থানীয়রা। অনেকেই নমুনার ফলাফল নি‌য়েও স‌ন্দেহ প্রকাশ ক‌রে‌ছেন।

ইতোমধ্যে সখীপু‌রের সাতজন রোগী সুস্থ হ‌য়েছেন ব‌লে তি‌নি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads