• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
চাঁদপুরে সংবাদকর্মীসহ আরো ১৭ জনের করানা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭৫

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে সংবাদকর্মীসহ আরো ১৭ জনের করানা শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭৫

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

চাঁদপুরে করোনা ভাইরাসে এক সাংবাদিকসহ আরো ১৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার ঢাকা থেকে প্রাপ্ত ৫৭টি রিপোর্টের মধ্যে ১৭ জনের করোনা পজিটিভ এসেছে। বাকিগুলো নেগেটিভ।

আক্রান্ত ১৭ জনের মধ্যে হাজিগঞ্জ উপজেলার মৃত মোঃ জাহাঙ্গীর (৫৫) রয়েছেন। করোনা উপসর্গে নিয়ে গত ৩ জানুয়ারি তার মৃত্যু হয়েছিল। হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ি হাটিলা ইউনিয়নের বলিয়া গ্রামে।

এদিকে হাজীগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর প্রতিনিধি সাইফুল ইসলাম সিফাত।

সিফাত করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছিল। সেই সাথে এক নারীর করোনাভাইরাসে মৃত্যুর পর স্বজনরা এগিয়ে না আসায় সে প্রশাসনের সঙ্গে কবর খুড়েছিল। অনেক মৃত ব্যক্তির দাফন কাজে সহযোগিতা করেছিল।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৬জন, মতলব দক্ষিণে ৪জন, হাজীগঞ্জে ৩জন, ফরিদগঞ্জে ৩জন এবং হাইমচরে ১জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, চাঁদপুর জেলায় এ নিয়ে ২৭৫ জনের করোনা শনাক্ত হল । এছাড়া করোনাভাইরাসে এ যাবত ২১জনের মৃত্যু হয়েছে।

সূত্র মতে, চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৩৫ জন, ফরিদগঞ্জে ৪৪ জন, হাজীগঞ্জে ২২ জন, মতলব দক্ষিণে ২০জন, শাহরাস্তিতে ১৯ জন, কচুয়ায় ১৬ জন, মতলব উত্তরে ১৩ জন ও হাইমচরে ৬জন।

এছাড়া জেলায় মোট ২১জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬জন, কচুয়ায় ৪জন, ফরিদগঞ্জে ৪জন, হাজীগঞ্জে ৪জন, মতলব উত্তরে ২জন ও শাহরাস্তিতে ১জন

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads