• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দুর্গাপুরে দুই পুলিশ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত

ফাইল ছবি

সারা দেশ

দুর্গাপুরে দুই পুলিশ সদস্যসহ ৬ জনের করোনা শনাক্ত

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে দুই পুলিশ সদস্য, একজন ব্যাংক কর্মকর্তাসহ মোট ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলা মোট ১৪ জনের করোনা আক্রান্ত হয়েছেন । আর এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন ।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে ।

নতুন আক্রান্তরা হলেন- দুর্গাপুর থানার এ এস আই (৩৭), কনস্টবল (২৬), কলমাকান্দার উত্তর রানী গাঁও একজন (২৫), ঢাকা ফেরত উপজেলার পিপুল নারি গ্রামের একজন (৩৯), কিশোরগঞ্জ ফেরত বিরিশিরি গ্রামের একজন (৩৩) ও দুর্গাপুর কৃষি ব্যাংক কর্মকর্তা (৩৪)।

আক্রান্ত মাঝে কয়েকজন শারীরিক অসুস্থতা অনুভব করায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা দিয়ে আসে ।

এখন পর্যন্ত উপজেলায় মোট ২ শত ১৩ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ১ শত ৮২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর ১৪ জন পুরো উপজেলায় করোনায় শনাক্ত হলো । আর বাকিদের নমুনা পরীক্ষাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তানজিরুল ইসলাম ইসলাম জানান, এখন পর্যন্ত পুরো উপজেলায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে । সুস্থ হয়ে ৫ জন। আমার সর্বোচ্চ সতর্কতার সাথে সবাইকে সতেচন করার চেষ্টা করছি । যাতে নতুন করে আর কেউ করোনা আক্রান্ত না হয় ‌।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads