• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নানীর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো শিশু খায়রুল, একদিন পর যমুনায় ভেসে উঠলো মরদেহ

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুলাই ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজের একদিন পর সাত বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। নিহত শিশু গোপালপুর উপজেলার শাখা‌রিয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে খায়রুল ইসলাম(৭)

চরভরুয়া গ্রামের শাখারিয়া এলাকার স্লুইজগেটের কাছে রোববার ওই শিশুর মরদেহ ভেসে উঠলে পরিবারের স্বজনরা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে খায়রুল ইসলাম তার নানীর বাড়ি ওই চরভরুয়া গ্রামে বেড়াতে আসেন। শনিবার বিকালে নানীর সাথে তিল শুকানোর কাজের ফাঁকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

এ খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের সহযোগিতায় টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অ‌ভিযানে নামে। রাত ৮ টা পর্যন্ত খুঁজেও শিশুটির সন্ধান পায়নি তারা। পরে উদ্ধার অভিযান বন্ধ রাখেন ডুবুরি দল ।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সা‌র্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. একাব্বর আলী জানান, শনিবার বিকাল ৪ টার দিকে শিশু নিখোঁজের খবর পেয়ে ফায়ার সা‌র্ভিসের ডুবুরী দল উদ্ধার অ‌ভিযা‌ন শুরু করে‌। দীর্ঘ ৪ ঘন্টা উদ্ধার অভিযান চলে। নদীতে ব্যাপক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। তবে উদ্ধার অ‌ভিযান রাতে আপাতত স্থগিত রাখা হয়েছে। রবিবার ডুবুরি দল ভোর সকালে উদ্ধার অভিযানে যাওয়ার পথে শিশুটির মরদেহ ভেসে উঠার খবর জানায় পরিবারের লোকজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads