• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
 দুর্যোগের সময়েও বিরামহীন উন্নয়নের কর্মব্যস্ততা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

প্রতিশ্রুতি রক্ষায় অবিচল এমপি সবুজ

দুর্যোগের সময়েও বিরামহীন উন্নয়নের কর্মব্যস্ততা

  • রেজাউল করিম সোহাগ, শ্রীপুর
  • প্রকাশিত ০৭ জুলাই ২০২০

গাজীপুরের শ্রীপুরকে মানবিক উপশহর আর উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলতে বিরামহীন কর্মব্যস্ততায় সময় পার করছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এ দুযোর্গকালীন সময়েও থেমে নেই তার উন্নয়ন কর্মকাণ্ড। করোনার শুরুতেই অনাহারীদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন তিনি। করেনায় কর্মহীন হয়ে পড়া সাধারন মানুষের খোঁজ খবর রাখেন নিয়মিত। এ দিকে অবকাঠামোগত উন্নয়নেও নজর রয়েছে তার। মানবিক উপশহরে উন্নয়ন জরুরি বলে মনে করেন এ সাংসদ।

এ দিকে উন্নয়নের অংশ হিসাবে সোমবার দুপুরে তিনটি সড়কের সংস্কার ও প্রসস্তকরণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ (গাজীপুর ৩) মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ । এ দিন সকালে শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া প্রনোদনার চেকও হস্তান্তর করেন তিনি।

শ্রীপুর থেকে রাজাবাড়ি, জৈনাবার থেকে শৈলাট জৈনাবাজার থেকে আবদার পর্যন্ত মোট ৩৫.৫ কিলোমিটার সড়ক সংস্কার উদ্বোধন করা হয়। এতে চুক্তি মূল্য ধরা হয়েছে ৪৯ কোটি ৩৪লাখ টাকা। সব কিছু ঠিক থাকলে কাজগুলো আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে।

নন এমপিও ৫৭৭জন শিক্ষকের জন্য মোট ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন তিনি।


সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, আমি নির্বাচন পূর্ববর্তীকালে অঙ্গীকার করেছিলাম, বড় বড় সব রাস্তার কাজ হবে। সে অনুযায়ী চেষ্টা করে কাজ করছি। এমন করোনা কালের দুর্যোগপূর্ণ সময়েও আমরা কাজ শুরু করেছি।  আমি একটি লক্ষ্য নিয়ে মানুষের ভোটে এমপি হয়েছি। আমি বলেছিলাম, নির্বাচিত হতে পারলে শ্রীপুর হবে একটি পরিবার, একটি মানবিক উপশহর। যে শহরে উন্ননয়নের মাধ্যমে মানুষের দুভোর্গ লাগব করব। সে উন্নয়নের শহর হবে পারিবারিক একটি মানবিক শহর। তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি’। খুব শিগগির আরো কিছু উন্নয়নমূলক কাজ দেখতে পারবেন শ্রীপুরের প্রিয় জনগন। তিনি বলেন, নন এমপিও শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রী প্রনোদনা দিয়েছেন। তিনি শিক্ষকদের কথা ভেবে এই প্রনোদনার সময় উপযোগী যুগান্তকারী একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করে চলেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী আরো ১৯টি প্রনোদনা দিয়েছেন দুর্যোগকালীন সময়ে। যা সাধারন মানুষের কল্যানের জন্য এ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads