• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কাঠালিয়ায় চলছে অবৈধ বাঁধ কাটার হিড়িক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাঠালিয়ায় চলছে অবৈধ বাঁধ কাটার হিড়িক

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০২০

কাঠালিয়া উপজেলায় চলছে সরকারি খালের উপর অবৈধ বাঁধ কাটার হিড়িক। বুধবার উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের গৈবির খাল ও আলহাজ্ব কেএইচ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি খালে অবৈধভাবে দেয়া বাঁধ দু’টি কেটে দিয়ে স্থায়ী জলাবদ্ধতা উন্মুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।

এর আগে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মাঝি বাড়ী হলদিয়া খালর, দক্ষিন চেঁচরী গ্রামের খুনের বাসার খালের বাঁধ সহ ৬টি ইউনিয়নে ৭ টি খালের বাঁধ কেটে ফেলে পানি চলাচলসহ কৃষি ও মৎস্যের ব্যাপক সুবিধা করে দিলেন ইউএনও।

জানা যায় সরকারি রেকর্ডিয় খা ৱলগুলো দখল করে স্থানীয় কতিপয় লোকজন তাদের সুবিধামত বাঁধ দিয়ে সাধারণ মানুষের জন্যে মরণ ফাঁদে পরিণত করেছেন। দীর্ঘদিন পর অবৈধ বাঁধ কেটে খালগুলো উম্মুক্ত কওে দেয়া মানুষের মাঝে আনন্দ ফিরে এসেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার জানান, যে সকল খালের বাঁধ জনসাধারণের ক্ষতি করে সে বাঁধগুলো জনস্বার্থে কেটে ফেলাা হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads