• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
পূর্বধলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা পরিশোধের বই বিতরণ উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা পরিশোধের বই বিতরণ উদ্বোধন

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০২০

নেত্রকোণার পূর্বধলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২০১৯-২০২০ অর্থবছরের জন্য নির্বাচিত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আনুষ্ঠানিকভাবে আজ বৃহস্পতিবার ভাতা পরিশোধের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সাইফুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুমি আকন্দ, জেলা পরিষদ সদস্য পারভিন আক্তার প্রমূখ।

সমাজসেবা অফিসার মোঃ সাইফুল আলম জানান, পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ১৪৮ জনের মাঝে বই বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিয়নেও কার্ড বিতরণ করা হবে। এ বছর উপজেলায় সর্বমোট ৩ হাজার ৩০টি (কার্ড ধারী) উপকারভোগী নির্বাচন করা হয়েছে। তার মধ্যে বয়স্ক ৮৮০ বিধবা ৭৩০টি ও প্রতিবন্ধী ১৫০টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads