• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনা জয় করে কাজে যোগ দিলেন দাগনভূঞার ইউএনও 

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনা জয় করে কাজে যোগ দিলেন দাগনভূঞার ইউএনও 

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০২০

দীর্ঘদিন করোনাভাইরাসের সঙ্গে লড়ে সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান । রোববার সকাল ১০টায় তিনি কর্মস্থলে আসেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্রান্ত হওয়ার আগে করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরমুখী করতে, মাস্ক, সাবান-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, বাজার নিয়ন্ত্রণ ও গণপরিবহন বন্ধ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অসহায় মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিতে দিন-রাত ছুটে বেড়িয়েছেন মো. রবিউল হাসান।

গত ১৩ জুন তার অসুস্থবোধ হলে ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেনন। নোয়াখালীর আকদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে রিপোর্ট পেতে দেরি হলে ২৩জুন চট্রগ্রাম চলে যান। সেখানে নমুনা দিলে তার শরীরে করোনা শনাক্ত হয়। শ্বাসকষ্ট অনুভব হলে সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে নোয়াখালী থেকে প্রেরিত প্রতিবেদনেও করোনা পজেটিভ আসে। ৩ জুলাই চট্টগ্রামে আবার নমুনা দিলে প্রতিবেদন নেগেটিভ আসে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads