• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
করোনা উপসর্গ নিয়ে দাগনভূঞায় অধ্যক্ষের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

করোনা উপসর্গ নিয়ে দাগনভূঞায় অধ্যক্ষের মৃত্যু

  • দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২০

দাগনভূঞা উপজেলার উওর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার উদ্দিন (৫৩) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফেনী মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হাসপাতাল সুত্র জানায়, অধ্যক্ষ আনোয়ার উদ্দিন গত কদিন ধরে জ্বরে ভূগছিলেন। বুধবার শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় তিনি ফেনী মেডিনোভা হাসপাতালে আসেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।রাতে শ্বাস কষ্ট বেড়ে দুইটার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শহরের ডাক্তার পাড়ায় তিনি সপরিবারে দীর্ঘদিন বসবাস করে আসছেন। এখানে অন্বেষা স্কুল ও কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি। ২০১৮ সালে এটি বন্ধ করে দেন। উ:আলীপুর হাই স্কুলে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরে প্রধান শিক্ষক হন। তার আপ্রাণ চেষ্টায় স্কুলটি কলেজ মানে উন্নীত হয়।

তার গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads