• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে পাঁচজনের মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ আগস্ট ২০২০

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

মারা যাওয়া পাঁচজনের মধ্যে মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তির করোনা পজিটিভ ছিল। তিনি কুমিল্লার লাকসাম উপজেলার মনি মিয়ার ছেলে।

এছাড়া করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর উপজেলায় বানু রঞ্জন দে (৬০), চান্দিনা উপজেলায় আয়শা বেগম (৫০), নাঙ্গলকোট উপজেলায় নূর আহম্মেদ (৬৫) এবং বুড়িচং উপজেলায় রমিজ মিয়া (৪৫)।

উল্লেখ্য, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৩৫ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads