• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আম্পান ও বুলবুলের আঘাতে পড়ে যাওয়া লাখ টাকার গাছ বেহাত হচ্ছে

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আম্পান ও বুলবুলের আঘাতে পড়ে যাওয়া লাখ টাকার গাছ বেহাত হচ্ছে

  • কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০২০

কাউখালীতে ঘূর্ণিঝড় আম্পান ও বুলবুলের আঘাতে পড়ে যাওয়া কয়েক লাখ টাকার সরকারি গাছ বেহাত হয়ে যাচ্ছে। বন বিভাগের উপজেলার বিভিন্ন সড়কের পাশে সামাজিক বনায়নের গাছগুলো ঝাড়ে পড়ে যায়। ঝড়ে পড়ে যাওয়ার পর সরকারি ভাবে রাস্তা চলাচলের জন্য গাছগুলো কেটে রাস্তার পাশেই এলোমেলভাবে রেখে দেয়। গাছগুলো বনবিভাগ বা প্রশাসন কর্তৃক কোন সংরক্ষণ না করায় যে যার মতো অধিকাংশ গাছ নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

এছাড়াও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঝড়ে পরে যাওয়া কিংবা মরে যাওয়া গাছ গুলোও সঠিক সংরক্ষনের অভাবে বেহাত হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলায় প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ঝড়ে কম বেশি বিভিন্ন প্রজাতি গাছ ভেঙ্গে ও উপড়ে পড়ে যায়। এ সকল গাছে কোন হদিস মেলেনি আজও। সরকারি যে বিধি বিধান রয়েছে গাছ সংরক্ষণ ও ব্যবহারের তা কেউই অনুসরন করেনি। গত এক বছরে ছোট বড় তিন-চারটি ঘুর্ণিঝড়ে উপজেলার সরকারি যে বনজ সম্পদ তা বেসরকারি হিসেবে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে বলে বিশেজ্ঞরা জানান।

সামাজিক বনবিভাগে রেইঞ্জ অফিসার মো. সফিকুল ইসলাম জানান, কাউখালীতে ৪৫২ ঘনফুট ঝড়ে পড়ে যাওয়া গাছ সংরক্ষণ করা হয়েছে। যা অল্প দিনের মধ্যেই দরপত্র আহবান করে বিক্রি করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads