• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঘোড়াঘাটে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে ফায়ার সার্ভিস আয়োজিত অগ্নি নির্বাপন মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন নেভাচ্ছে থানা পুলিশের এক সদস্য

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঘোড়াঘাটে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ সেপ্টেম্বর ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি নির্বাপনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘোড়াঘাট থানা চত্বরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরীর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় থানা পুলিশের সদস্যদের পাশাপাশি থানায় সেবা নিতে আসা বিভিন্ন ব্যক্তিকে রান্নার কাজে ব্যবহারিত গ্যাস সিলিন্ডারে এবং বিভিন্ন জ্বালানি জাতীয় তেলে আগুন লাগলে তা কিভাবে নেভাতে হবে, সেই কৌশল শিখিয়ে দেয় ফায়ার সার্ভিস সদস্যরা। এতে ঘোড়াঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন, ওসি (তদন্ত) মমিনুল ইসলাম সহ থানা পুলিশের বেশ কয়েকজন সদস্য অংশ গ্রহণ করেন।

শুভেচ্ছা বক্তব্যে ঘোড়াঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন বলেন, আইন শৃঙ্খলা, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহ যেকোন জরুরী মুহূর্তে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করুন। বিনা পয়সার দিনরাত ২৪ ঘন্টা এই সেবার আওতায় আপনাদের পাশে পুলিশ,ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads