• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চকরিয়ায় ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার

ফাইল ছবি

সারা দেশ

চকরিয়ায় ১৪৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ অক্টোবর ২০২০

মায়ের ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে এবং বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার। ইতোমধ্যে উপজেলার বেশকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পথে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান শহীদ মিনার নির্মাণ কার্যক্রম পরিদর্শন ও লক্ষ্যারচর ইউনিয়নের মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নিমিত শহীদ মিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ ও উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, মায়ের ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে এবং বাংলা ভাষা সর্বত্র ছড়িয়ে দিতে চকরিয়া উপজেলার ১৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা শহীদ মিনার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি ভালো উদ্যোগ। এতে করে বিদ্যালয়ে পড়ুয়া ছোট শিশুটিও জানতে পারবে ভাষা দিবস কি ? কেন এদিন শহীদ মিনারে ফুল দেওয়া হয়।

ইউএনও আরও বলেন,আমরা চাই, ভাষা দিবসের তাৎপর্য, দেশপ্রেম, শ্রদ্ধাবোধ ও মুক্তিযোদ্ধের তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে। এ জন্য যার যার স্থান থেকে সবাইকে এক যোগে কাজ করারও আহবান জানান ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads