• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সখীপুরে নতুন ইউএনও’র যোগদান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে নতুন ইউএনও’র যোগদান

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০২০

টাঙ্গাইলের সখীপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন চিত্রা শিকারী। গত মঙ্গলবার বিকেলে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অফিসার্স ক্লাবে অনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করে নেওয়া হয়।

নবাগত ইউএনও চিত্রা শিকারী বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বাসিন্দা। তিনি ৩০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে ২০১২ সালে কর্মজীবন শুরু করেন। এরপর কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং সখীপুরে আসার আগে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়া যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে আরও একটি ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী।

শুক্রবার বিকেলে তিনি মুঠোফোনে বাংলাদেশের খবরকে বলেন, সখীপুর যেহুতু বাল্যবিয়ে প্রবণ এলাকা, তাই মুজিববর্ষে বাল্য বিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসতে কাজ করবো। এছাড়া মাদক, কিশোর অপরাধ দমনও অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে সরকারের নানা উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন যেন জনস্বার্থে ব্যয় হয় তা সঠিক তদারকির মাধ্যমে দৃশ্যমান করা হবে বলেও তিনি জানান। পরে তিনি সখীপুরবাসীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads