• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শিমুলিয়াঘাটে ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক লীগের বিক্ষোভ, মিছিল ও কর্মবিরতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শিমুলিয়াঘাটে ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক লীগের বিক্ষোভ, মিছিল ও কর্মবিরতি

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে জেলা নৌযান শ্রমিক লীগ ১৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ১১টার সময় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে নৌযান শ্রমিকলীগ এ কর্মসূচি পালন করে।

মুন্সীগঞ্জ জেলা নৌযান শ্রমিকলীগের সভাপতি আবুল হাসেম খানের নেতৃত্বে জেলার সকল পণ্যবাহী নৌযানের কর্মবিরতি পালনসহ বিক্ষোভ ও মিছিল করেন। এসময় নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহবানে খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করেন নৌযান শ্রমিকলীগের কর্মীরা।

‘‘১৫ দফা দাবি মানতে হবে- নইলে জাহাজ বন্ধ হবে, আমাদের দাবি মেনে নাও- নইলে জাহাজ বুঝে নাও”। দুনিয়ার মজদুর এক হও- এক হও, দাবি আদায় সামিল হও- এ স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। পরে তারা কর্মবিরতিতে যান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা নৌযান শ্রমিকলীগের সহ-সভাপতি জুয়েল শিকদার বাবু, সাধারণ সম্পাদক জহির ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক মাদবর, সাংগঠনিক সম্পাদক শিপন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ খালাসী প্রমুখ। এ সময় মিছিলকারীরা শিমুলিয়া ঘাটের সিবোট ঘাট ও লঞ্চঘাটে স্লোগানসহ বিক্ষোভ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads