• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিরাজগঞ্জে মহাসড়কের পাশে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে মহাসড়কের পাশে থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশে থেকে পেয়াজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অপর এক ব্যবসায়ী আহত হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সলঙ্গার পাটধারী এলাকা থেকে মরদেহ ও আহত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত পেয়াজ ব্যবসায়ী নুর মোহাম্মাদ সরদার নাটোরের নলডাঙ্গার ঠাকুর লক্ষীকুল গ্রামের তমিজ উদ্দিন সরদারেরর ছেলে ও আহত পেয়াজ ব্যবসায়ী সামসুল ইসলাম একই গ্রামের মৃত হাফেজ আলী সরদারের ছেলে।

আহত পেয়াজ ব্যবসায়ী সামসুল ইসলামের বরাদ দিয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক সোহাগ হাসান জানান, নাটোরের উত্তরা গনভবন এলাকা থেকে পেয়াজ ব্যবসায়ীরা পেয়াজ নিয়ে ট্রাক যোগে বগুড়া নিয়ে যাচ্ছিল। বগুড়ার নন্দিগ্রাম এলাকায় পৌছে ট্রাক চালক বগুড়া রাস্তায় না গিয়ে ভিন্ন রাস্তায় যাচ্ছিল। পরে ব্যবসায়ীদের মারপিট কওে ট্রাক চালক ও তার সহকারীরা। মৃত নিশ্চিত করে সলঙ্গা থানার পাটধারী এলাকায় মহাসড়কের পাশে ফেলে রেখে পেয়াজ ও ট্রাক নিয়ে উধাও হয়ে যায় ট্রাক চালক ও সহকারীরা।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড জেড মো: তাজুল হুদা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোর রাতে মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads