• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে জাবির ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে জাবির ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০২০

করোনা মহাম‍ারীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত স্নাতক ২০১৫-১৬সেশনের ৪র্থ বর্ষের পরীক্ষা গ্রহণ ও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকাশের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পরীক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক পরিক্ষার্থী।

মানববন্ধকারীর বলেন, পরীক্ষা স্থগিতের দীর্ঘ ৮মাস পেরিয়ে গেলও পরীক্ষার নেওয়া কিংবা ব্যবস্থা গ্রহণ করা হয়ানি এখনো। এতে স্নাতক কোর্স অসম্পূর্ন রয়েছে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থীর। স্নাতক সম্পূর্ন না করায় চলমান বিভিন্ন চাকরিতে নিয়োগের আবেদন তথা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। এছাড়া দীর্ঘ সেশন জোটে পরতে হচ্ছে তাদের।

স্বাস্থ্যবিধি মেনে বাকি থাকা পরীক্ষা দ্রুত গ্রহণ অথবা অনুষ্ঠিত পরীক্ষার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশের দাবি জানান তারা। একই সাথে আগামী ১৫দিনের মধ্যে এবিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের প্রেস ব্রিফিংয়ে চুড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ দাবি জানান তারা।

এর আগে শিক্ষার্থীরা স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads