• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সখীপুরে ৪ বারের এমপি প্রয়াত শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছুড়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে ৪ বারের এমপি প্রয়াত শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছুড়েছে দুর্বৃত্তরা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০২১

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চার চারবারের সংসদ সদস্য প্রয়াত শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছুঁড়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের তক্তারচালা বাজারে এ প্রতিকৃতিটির অবস্থান। গত সোমবার রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই প্রতিকৃতিতে কাদা ছুঁড়ে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা ধারণা করছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের দৃষ্টিতে আসে। পরে তারা সখীপুর থানা-পুলিশকে ফোনে জানান। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীরা পোস্ট দিয়েছেন।

উপজেলাজুড়ে সর্বস্তরের জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় তক্তারচালা বাজারে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে বলে ঘোষণা করেছে স্থানীয় আওয়ামী লীগ।

হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান খান (রবিন) জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান করতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা ওই প্রতিকৃতিতে কাদা ছোঁড়া অবস্থায় দেখতে পান। তিনি আরও বলেন, ওই স্তম্ভের নিচে কাদা মাখানোর চিহ্নও দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে স্তম্ভের দু'পাশের দু'টি প্রতিকৃতি কাদা ছুঁড়ে বিকৃত করেছে।

উল্লেখ্য, কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ১৯৮৬, ১৯৯৯ (উপ-নির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ২০ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করায় ওই বছরের ২৯ মার্চ উপ-নির্বাচনে তাঁর ছেলে অনুপম শাহজাহান সংসদ নির্বাচিত হন।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ওসি স্যার আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকা থেকে ফিরবেন। এরপর তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads