• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর প্রার্থী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

সারা দেশ

সিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলর প্রার্থী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০২১

নির্বাচনে বিজয়ী হবার দশ মিনিটের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকদের ছুরিকাঘাতে সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে নিহত তরিকুল ইসলামের ছেলে হৃদয় খান বাদী হয়ে ৩২জন নামীয়সহ অজ্ঞাত আরো ৩০/৪০জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

মামলায় প্রতিদ্বন্ধী প্রার্থী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিনকে প্রধান আসামী করা হয়েছে। পুলিশ রাতে অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ২৭নং আসামি বেপারী মহল্লার স্বপন বেপারীকে আটক করেছে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী মামলা ও গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করে জানান, বাকী আসামীদের গ্রেপ্তার পুলিশ মাঠে অভিযান অব্যাহত রেখেছে। 

প্রসঙ্গত,সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের (বেপারীপাড়া-শহিদগঞ্জ-নতুন ভাঙ্গাবাড়ী) কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করলেও বেপারী গ্রামের শাহাদত হোসেন বুদ্দিন ও নতুন ভাঙ্গাবাড়ী গ্রামের তরিকুল ইসলাম খানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৬ জানুয়ারী ভোট গ্রহণ শেষে শহীদগঞ্জ কেন্দ্রে ফলাফল ঘোষনা দেরি হওয়ায় কাউন্সিলর তরিকুল ইসলাম খান কয়েকজন সমর্থক নিয়ে শহীদগঞ্জে সরকারী প্রাথমিক কেন্দ্রে গিয়ে ভোট গননা কক্ষে ঢুকতে যান। এসময় কেন্দ্রে দায়িরত্ব পুলিশ সদস্য তাকে গননা কক্ষে ঢুকতে না দেয়ায় কেন্দ্রের ভেতরে তিনি অবস্থান নেন। কিছু সময় পর প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। ফলাফলে তরিকুল ইসলাম খান ৮৫ ভোটে বিজয়ী হওয়ায় তার সমর্থকরা শ্লোগান দিতে থাকে। এসময় ওই কেন্দ্রের ভোট গননা কক্ষে আগে থেকেই অবস্থান নেয়া প্রতিদ্বন্ধী প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন ও তার সমর্থকরা ভোট গণনা কক্ষ থেকে বের হয়েই তরিকুল ইসলামের উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা তরিকুলের পাজড়ে ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বেপারীপাড়া ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads