• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

মেহেরপুর শীত ও ঘন কুয়াশায় জনজীবন বির্পযস্ত

  • মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২১

গত চারদিন ধরে মেহেরপুরে শীতের প্রকোপ ও ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে মেহেরপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হালকা বাতাস আর ঘন কুয়াশাসহ হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ জেলার মানুষ। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

গত ৪ দিনের ন্যায় সোমবার সকাল থেকেই ঘন কুয়াশার তীব্রতা বেড়ে গেছে, কয়েকদিনতো সুর্যের দেখাও মিলছেনা। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে জনজীবন অনেকটাই অচল হয়ে পড়েছে। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। তীব্র শীতে অনেককে দেখা গেছে আগুন জ্বালিয়ে শীত নিবারন করতে। ঘন কুয়াশার কারণে দিনের বেলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের শরীফুল বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। প্রতিদিন কাজ না করলে আমাদের সংসার চলে না। কয়েকদিন যাবত অতিরিক্ত কুয়াশা ও প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে আমরা কাজে যেতে পারছি না। সরকারের পক্ষ থেকেও তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না।

সদর উপজেলার বেরপাড়ার বয়োবৃদ্ধ দিনমজুর মো. শামীম হোসেন বলেন, কয়েকদিন যাবত শীতের কারণে আমরা বাসা থেকে বের হতে পারছি না। কবে যে শীত কমবে তাতো জানি না।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা ও মেহেরপুর জেনারেল হাসপাতাল সুত্রে জানা গেছে শীতের তীব্রতা বাড়ার কারণে সর্দি, কাশি ও হাঁপানিজনিত রোগের রোগী বেশি ভর্তি হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম জানান, অন্যান্য জেলার মতো মেহেরপুরেও তীব্র শীত আর এক টানা ঘন কুয়াশার কারণে জনজীবনে কিছুটা অসুবিধা হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে অন্যান্য বছরের ন্যায় এ বছরও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যহত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads