• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গা যুবকের পেটে ১৯৫০ পিস ইয়াবা

সংগৃহীত ছবি

সারা দেশ

রোহিঙ্গা যুবকের পেটে ১৯৫০ পিস ইয়াবা

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২১

কক্সবাজারের শরণার্থী শিবিরের রোহিঙ্গা যুবক জাকির হোসেন (২২)। গত শুক্রবার দুপুরে প্রচণ্ড পেট ব্যথা নিয়ে ভর্তি হয় কক্সবাজারের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের ১৪০৭ নম্বর রুমে। রোগীর প্রচণ্ড রকমের পেট ব্যথা লক্ষণ দেখা দেওয়ায় তার অপারেশনের ব্যবস্থা করেন চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা অপারেশনের (পেট কাটা হয়) পর তার পেট থেকে কালো স্কচটেপ মোড়ানো ৩৯টি ছোট ছোট প্যাকেট বের করে আনেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় খবর দেয় চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়েরকে। পরে চকরিয়া থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে যায়। এ সময় প্যাকেটগুলো থেকে এক এক করে ১৯৫০ পিস ইয়াবা বড়ি বের করা হয়।

গত শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পেট কেটে ইয়াবা উদ্ধার করা যুবক কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-০২-এর ব্লক-০১-এর ইলিয়াসের ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads