• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

মুমিনুলের ভাবনায় শুধুই বিসিএল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি। ওমরা করতে এই সময় ছিলেন সৌদি আরব। তবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বাকি দুই রাউন্ডের ম্যাচ অবশ্যই খেলবেন তিনি। যেখানে নিজে ভালো করার পাশাপাশি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে শিরোপা জেতার আশাও করছেন তিনি। গতকাল মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে প্রশ্ন করলেও মুমিনুল হক সৌরভ জানালেন, আপাতত তার সব চিন্তা এখন বিসিএল ঘিরে।

চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে বিসিবি উত্তরাঞ্চল। চার ম্যাচে তিন ড্র ও এক জয়ে ৪১ পয়েন্ট দলটির। অন্যদিকে চার ম্যাচে চারটিতে ড্র করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও। ৩৯ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান দ্বিতীয়। চার ম্যাচে চার ড্র দক্ষিণাঞ্চলের। ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দলটি, পয়েন্ট ৩৮। অন্যদিকে তিন ড্র ও এক হারে ২৯ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে ওয়ালটন মধ্যাঞ্চল।

চার দলেরই রয়েছে দুটি করে ম্যাচ। এই দুটি ম্যাচেই হবে শিরোপা নির্ধারণ। পূর্বাঞ্চলের হয়ে শেষ দুই রাউন্ডে নিজের লক্ষ্য সম্পর্কে মুমিনুল বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে সব সময় ইচ্ছে থাকে কোনো আসরে বড় স্কোর করা। অনেক বেশি রান করার ইচ্ছে আমারো আছে। সেই চেষ্টা করব। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো, দল হিসেবে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। দেখা যাক কী হয়।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই দুই রাউন্ডের ম্যাচ অনেকটা অনুশীলনের মতোই। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার আগে এটাই হয়তো শেষ চার দিনের ম্যাচ। এরপর খেললেও খেলতে পারি, জানি না। ওই মানসিকতা নিয়েই খেলার চেষ্টা করব, যেভাবে টেস্ট খেলি।’ ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন সম্পর্কে প্রশ্ন করলেই মুমুিনলের উত্তর, ‘আপাতত বিসিএল নিয়েই ভাবছি। বিসিএল শেষ হলে হয়তো ওটা নিয়ে চিন্তা করব। আর কন্ডিশনের ব্যাপারটা হলো, আপনি যদি কঠিন মনে করেন তাহলে কঠিন। আমার কাছে মনে হয়, আমরা প্রস্তুতি নিয়ে যাব। ইনশাল্লাহ, আশা করি ভালো কিছু হবে।’

বিসিএলের প্রথম তিন রাউন্ডে সর্বোচ্চ রানের মালিক ছিলেন মুমিনুল। চতুর্থ রাউন্ডে না খেলার কারণে ওলট-পালট হয়ে গেছে সব। তবে সর্বোচ্চ রানের চিন্তা অবশ্য করছেন না তিনি- ‘না, এই জিনিসটা আমার মাথায় থাকবে না। এমন চিন্তা ব্যক্তিগত, দলের জন্য নয়। এভাবে আগে চিন্তা করতাম, সেটা ভুল ছিল, এখন বুঝি। সুতরাং আমি ওভাবে চিন্তা করে খেলব না। তবে দলকে চ্যাম্পিয়ন করানোর চেষ্টা করব। একটা দল যখন চ্যাম্পিয়ন হবে, তখন দেখবেন সেই দলের ব্যাটসম্যানরাই ওপরের দিকে থাকবে।’

জাতীয় দলের অনেকেই খেলবেন পরের দুই রাউন্ডের ম্যাচে। ফলে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ। তা মানছেন মুমিনুলও, ‘আমার মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশেষ করে মিরপুরে যেটা হবে, সেটায় প্রতিদ্বন্দ্বিতা একটু বেশিই থাকবে। এটা নিয়ে একটু উত্তেজনা কাজ করছে। জাতীয় দলের খেলোয়াড়রা থাকলে মনোযোগ দিয়ে খেলে। অন্যরাও ভালো খেলার চেষ্টা করে।’

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সেঞ্চুরি করে যাচ্ছেন তুষার ইমরান। তার সাফল্য ও জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মুমিনুলের মূল্যায়ন, ‘তার সফল হওয়ার পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। তিনি চার দিনের খেলার প্যাটার্নটা ভালো বোঝেন। কখন আক্রমণ করবেন, কখন রক্ষণাত্মক খেলবেন, তা তিনি ভালো বোঝেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি সেশন বাই সেশন চিন্তা করে খেলেন। এজন্য মনে হয় চার দিনের ম্যাচে তিনি খুব সফল। আর জাতীয় দলে ফেরার বিষয়টা তো সম্পূর্ণ বোর্ডের ব্যাপার। তবে তিনি যদি সুযোগ পান তাহলে ভালো করবেন ইনশাল্লাহ।’

টেস্টে নিয়মিত মুখ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজের ফেরা প্রসঙ্গে মুমিনুল বলেন, ‘এ বিষয়ে অনেক কথা হয়েছে। উত্তরও একটাই, ওয়ানডেতে আমার খেলতেই হবে সেভাবে চিন্তা করি না। টেস্টে যদি খুব ভালো ও ব্যতিক্রমী পারফর্ম করি, তাহলে এমনিতেই ওয়ানডেতে সুযোগ পাব।’

আগামীকাল থেকে মাঠে গড়াবে বিসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচ। রাজশাহীতে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। অন্যদিকে ঢাকায় বিসিবি উত্তরাঞ্চল মোকাবেলা করবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads