• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

চোটের শিকার এবার মাহমুদউল্লাহ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

জাতীয় দলের ব্যস্ততা নেই। চলছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। জাতীয় দলের কেউ খেলছেন, কেউ আছেন বিশ্রামে। তারপরও ইনজুরি যেন পিছু হটছে না। চোটের দীর্ঘ তালিকায় এবার যোগ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁ পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। ফলে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ রাউন্ড খেলা হচ্ছে না ওয়ালটন মধ্যাঞ্চলের এই অধিনায়কের।

মাহমুদউল্লাহর গোড়ালিতে ব্যথা ছিল আগে থেকেই। সমস্যা প্রকট আকার ধারণ করে বিসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে। ওই রাউন্ডের শেষ দিন গত শুক্রবার দক্ষিণাঞ্চলের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে আবার গোড়ালিতে আঘাত পান তিনি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৪ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে মাঠেই নামেননি তিনি। ইনজুরি খুব বেশি শঙ্কা তৈরি না করলেও তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর মধ্যে ব্যথা না কমলে স্ক্যান করে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা।

গতকাল রোববার বিসিবি কার্যালয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঢোকেন মাহমুদউল্লাহ। সেখানে চিকিৎসকদের পরামর্শ নিয়েই চলে যান তিনি। যাওয়ার সময় নিজেই জানালেন, বিসিএলের শেষ রাউন্ড খেলা হচ্ছে না তার। ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হবে আগামীকাল থেকে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ অবশ্য খুব বেশি চিন্তিত নন মাহমুদউল্লাহর চোট নিয়ে। তিনি বলেন, ‘মাহমুদউল্লাহর চোট বড় কিছু নয়। ফলে স্ক্যানও করা হয়নি। ওকে বলা হয়েছে, কয়েক দিন বিশ্রামে থাকতে। তারপরও ব্যথা না কমলে পরবর্তী পদক্ষেপে যাব।’

জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও চোটের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বিসিএলের চতুর্থ রাউন্ডের শেষ দিন ফুটবল নিয়ে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম। এর আগে এক বিয়ের অনুষ্ঠানে মজা করে ফুটবল খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্টই ছিঁড়ে গেছে অলরাউন্ডার নাসির হোসেনের। নিদাহাস টুর্নামেন্টের পর পিএসএল খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন তামিম ইকবাল। বর্তমানে রিহ্যাব করছেন তিনি। ফিরতে আরো দুই মাস লাগবে তার। ইনজুরির তালিকায় রয়েছেন মেহেদী হাসান মিরাজও। পেস কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমানের মতো কাঁধের ইনজুরিতে ভুগছেন তিনি। এ ছাড়া ইনজুরির সঙ্গে লড়াই করছেন তিন পেসার তাসকিন আহমেদ, আবুল হোসেন রাজু ও রুবেল হোসেন। চোটের সেই তালিকায় এবার যোগ হলো মাহমুদউল্লাহর নাম।

বিসিএল শেষেই শুরু হবে জাতীয় দলের ব্যস্ততা। মে মাসের শুরুর দিকে আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসের মাঝ থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। জুনের প্রথম সপ্তাহে ভারতে যাবে বাংলাদেশ দল আফগানিস্তানের সঙ্গে খেলতে। এরপর টাইগাররা দেশে ফিরে আবার ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads