• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ক্রিকেটে আরো সুদৃষ্টি দরকার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

দারুণ কেটেছে বাংলাদেশ ক্রিকেটের ২০১৭-১৮ মৌসুমটা। দুরন্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ মৌসুম শেষে এসেছে একটি সুখবর। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে পৌঁছে গেছে লাল-সবুজ শিবির। টেস্ট ক্রিকেটে এটাই দেশের সর্বোচ্চ র্যাঙ্কিং। তবে দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে কিছু ঘাটতি এখনো রয়ে গেছে। আগস্ট থেকে মার্চ পর্যন্ত গত আট মাসে ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সের ময়নাতদন্ত করলে ঘাটতির বিষয়টি স্পষ্ট হবে। সেই দুর্বলতা কাটিয়ে উঠতে চারটি জায়গায় এখনই মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই।

অনেকেই মনে করেন, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান বাংলাদেশের যোগ্য অধিনায়ক এবং তারা ক্ষমতাবান। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে প্রধান কোচ থাকেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মানে নেতৃত্বে। যেমনটা রাজত্ব করে গেছেন চন্ডিকা হাথুরুসিংহে। প্রধান কোচ না থাকায় বিসিবি প্রধান নাজমুল হাসানই মূল বিষয়গুলো তদারকি করছেন। সেটা যে খুব একটা ভালো নয়, তা সবাই জানে।

মুশফিকুর রহিম, তামিম, মাহমুদউল্লাহ ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবকে নিয়েই গঠিত দেশের সিনিয়র ক্রিকেট গ্রুপ। প্রয়োজন থাকলেও এই গ্রুপটা বড় হচ্ছে না। কেন্দ্রীয় চুক্তি থেকে ক্রিকেটারদের ছেঁটে ফেলে বিসিবি ক্রিকেটারদের কাছে একটা বার্তা দিয়েছে। তাদের কাছে ভালো পারফরম্যান্সই প্রত্যাশা করে সংস্থাটি। কিন্তু আগামী এক বছর সবচেয়ে বড় প্রয়োজন একজন ভালো ব্যাটিং কোচ।

শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবের বদলি হিসেবে লেগ স্পিনিং অলরাউন্ডার তানভির হায়দার ও অফস্পিনার নাঈম হাসানকে দলে ডেকে লাভ হয়নি। শেষমেশ নির্বাচকরা দ্বারস্থ হন বর্ষীয়ান বাঁ-হাতি স্পিনার আবদুর রাজ্জাকের। তার দলে ফেরায় অনেকে খুশি হলেও নতুন স্পিন মেধার অভাবের কথা কেউ ভাবছে না। শুধু স্পিনই নয়। পেস আক্রমণেও একই সমস্যা এখন কঠিন বাস্তবতা। ২০১৫ ও ২০১৬ সালে বাংলাদেশের বোলিং যতটা কার্যকরী ছিল। বিশেষজ্ঞ বোলিং কোচ প্যানেল থাকলেও এখন তেমনটা নেই।

সাবেক কোচ মুসলিম উদ্দিনের স্বপ্নে এগিয়ে যাচ্ছে নারী ক্রিকেট। রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা খেলেছেন বিদেশি দলে। প্রবাসী শ্রমিক সালাউদ্দিন শাকিল নাম লিখিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। এসব গল্প শুনলেই বোঝা যায় বাংলাদেশের ক্রিকেট কতটা এগিয়েছে এবং মানুষের জীবনে প্রভাব বিস্তার করছে। ক্রিকেটের ভালোর জন্যই ক্রিকেট কর্তাদের মনোনিবেশ করতে হবে দেশের একেবারে তৃণমূল পর্যায়ে। সূত্র : ক্রিকইনফো

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads