• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

এক টাকাও পাননি আশরাফুল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৪ মে ২০১৮

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে এক মাসেরও বেশি। তবে অবনমিত হওয়া দল কলাবাগান ক্রীড়া চক্রের খেলোয়াড়রা এখনও পারিশ্রমিকের ৫০ শতাংশ অর্থ বুঝে পাননি। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ক্লাবের চারজন পাননি একটি টাকাও। যার মধ্যে রয়েছেন মোহাম্মদ আশরাফুলও। যিনি লিগে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

পাওনাদি প্রসঙ্গে গতকাল বিসিবি কার্যালয়ে অভিযোগ জানাতে এসেছিল ক্লাবটির অধিনায়ক মুক্তার আলী, তাসামুল হকসহ বেশকয়েকজন ক্রিকেটার। দেখা করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরির সঙ্গে।

প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসামুল বলেন, ‘আমরা আগেই বোর্ডকে লিখিত অভিযোগ জানিয়েছিলাম। বোর্ড অভিযোগ পাওয়ার পর ক্লাবের কাছে চিঠি পাঠায়। ক্লাব কর্তৃপক্ষ নাকি ফিরতি চিঠি পাঠিয়েছে। দুই পক্ষ আলোচনায় বসবে। কবে নাগাদ এর সুরাহা হবে সেটি বলেননি সিইও। আমরা চেয়েছি যাতে দ্রুত সমাধান হয়। সামনে ঈদ, আর আমাদের রুটি-রুজির অংশ তো প্রিমিয়ার লিগের পারিশ্রমিক।’

অথচ ক্রিকেটারদের পাওনা পরিশোধের ব্যাপারে গত মৌসুম থেকে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের লিগ শুরুর আগে তিন কিস্তিতে টাকা পরিশোধ করার নিয়মও বেঁধে দেয় আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তাতে লিগ শুরুর আগে ৫০ ভাগ, চলাকালীন সময়ে ২৫ ভাগ করে এবং লিগ শেষ হওয়ার পর অবশিষ্ট ২৫ শতাংশ টাকা পরিশোধ করার কথা।

কলাবাগান ক্লাবের খেলোয়াড়দের অভিযোগ আমলে এনে আশ্বাস দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি জানান, ‘প্লেয়াররা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে যে ক্লাবগুলো বোর্ডের সঙ্গে কাজ করে, তারাও গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করবো যে অভিযোগ এসেছে, তা সংশ্লিষ্ট ক্লাবের সাথে আলোচনা করে যতো দ্রুত সম্ভব নিষ্পত্তির চেষ্টা করবো।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads