• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন সাকিব

অলরাউন্ডার সাকিব আল হাসান

সংরক্ষিত ছবি

ক্রিকেট

বিশ্ব একাদশ থেকে সরে দাঁড়ালেন সাকিব

  • প্রকাশিত ১৬ মে ২০১৮

বিশ্ব একাদশে খেলছেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে ওই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন এই বাংলাদেশী অলরাউন্ডার। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছেনা তার। তার বদলে বিশ্ব একাদশে জায়গা পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিছানে। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

২০১৭ সালে ক্যারিবীয় অঞ্চলে হারিকেন ইরমা ও মারিয়ার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্টেডিয়াম। এর মধ্যে পাঁচটি স্টেডিয়াম সংস্কারের জন্য তহবিল সংগ্রহে ৩১ মে লন্ডনে একটি চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে আইসিসি বিশ্ব একাদশ। বিশ্ব একাদশকে নেতৃত্ব দিবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক এউইন মরগান। আর ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে থাকছেন কার্লোস ব্রাফেট। একাদশের হয়ে সাকিব না খেললেও দলে থাকছেন অন্য বাংলাদেশী ক্রিকেটার তামিম ইকবাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads