• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
সালমাদের জন্য বিসিবির ২ কোটি টাকা পুরস্কার

এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দল

সংগৃহীত ছবি

ক্রিকেট

সালমাদের জন্য বিসিবির ২ কোটি টাকা পুরস্কার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

এশিয়া কাপ জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ২ কোটি টাকা পুরষ্কার ঘোষণা করেছে বিসিবি। সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিসিবির বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই ঘোষণা দেন।

এসময় সংবাদিকদের নাজমুল হাসান পাপন বলেন, ‘ম্যাচ জিতলে সাধারণত আমরা পুরস্কার ঘোষণা করে থাকি। আমরা ঠিক করেছি সব খেলোয়াড়কে অন্তত পক্ষে ১০ লাখ টাকা করে দেয়া হবে। শুধু তাই না, পারফরম্যান্সের উপর ভিত্তি করে আরও কিছু পুরস্কার দেয়া হবে। যারা ভালো করেছে তাদের এডিশনাল বোনাস দেয়া হবে। টিম ম্যানেজম্যান্টকে দেয়া হবে। এজন্য আমরা সবমিলিয়ে দুই কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি ওদের জন্য।’

এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে সোমবার সন্ধ্যায় দেশে ফিরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যান সোনারগাঁও হোটেলে। যেখানে বিসিবি আনুষ্ঠানিক সংবর্ধনা দেয় মেয়েদের। আজ বিসিবির বৈঠকে নারী ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো সহ সার্বিক দিকগুলো নিয়ে আলোচনা হবে।

মালয়েশিয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইতিহাস রচনার ব্যাপারটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে বিসিবির এ সভায়। ন্যূনতম সুযোগ সুবিধা নিয়েও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে টাইগ্রেসরা। তাই ঈদের আগে তাদের জন্য বোনাস ঘোষণা আসতে পারে বলেই আভাস মিলেছে। 

এদিকে, বাংলাদেশ ক্রিকেট দলের আফগানিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্স নিয়েও আলোচনা হবে এ সভায়। এছাড়াও হেড কোচ স্টিভ রোডসের সহকারী কোচিং স্টাফ কে বা কারা হবেন, তা নিয়েও আলোচনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads