• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পাকিস্তানের সিরিজ জয়

আগে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে অলআউট জিম্বাবুয়ে

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

পাকিস্তানের সিরিজ জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৮

ঘরের মাঠ, চেনা পরিবেশ। দর্শক সাপোর্টও ছিল স্বাগতিকদের। কিন্তু তৃতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানের সামনে রীতিমতো অসহায় জিম্বাবুয়ে। পেসার ফাহিম আশরাফের বোলিং তোপে নাভিশ্বাস অবস্থা মাসাকাদজাদের। বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানে অলআউট জিম্বাবুয়ে। জবাবে পাকিস্তান লক্ষ্য স্পর্শ করেছে ৯.৫ ওভারে মাত্র এক উইকেট খুইয়ে। ফলে টানা তিন জয়ে পাঁচ ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত করল পাক শিবির।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাজে অবস্থার মধ্যে ছিল জিম্বাবুয়ে। ৪৩ রানে হারিয়ে বসে সাত উইকেট। শেষের দিকে ওয়েলিংটন মাসাকাদজা কিছুটা প্রতিরোধ গড়ায় ৬৭ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস। নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে জিম্বাবুয়ের এটি সপ্তম সর্বনিম্ন স্কোর। সর্বোচ্চ ১৬ রান আসে ওপেনার চিভাভার ব্যাটে। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা করেন ১০। আর বোলার ওয়েলিংটন মাসাকাদজা থাকেন ১০ রানে অপরাজিত।

পাকিস্তানের হয়ে বল হাতে আগুন ঝড়ান ২৪ বছর বয়সী পেসার ফাহিম আশরাফ। ৮.১ ওভারে ২২ রানে তুলে নেন ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট। এছাড়া জুনাইদ খান দুটি, উসমান খান, ইয়াসির শাহ ও শাদাব খান নেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। তবে জয়ের জন্য বাকি কাজটুকু সেরেছেন ফখর জামান (৪৩) ও বাবর আজমের (১৯) অবিচ্ছিন্ন জুটি।

প্রথম ওয়ানডেতে ২০১ রানে জিতেছিল পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের ব্যবধানে। আগামীকাল শুক্রবার বুলাওয়েতে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads