• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
দিবা-রাত্রির টেস্টে না

বিসিবি চাইছে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচে এর প্রয়োগটা আগে ঘটুক

সংরক্ষিত ছবি

ক্রিকেট

দিবা-রাত্রির টেস্টে না

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ০২ আগস্ট ২০১৮

বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার আমন্ত্রণ জানিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অথচ সাফ না করে দেওয়ায় আগামী বছর নিউজিল্যান্ড সফরে গোলাপি বলের টেস্ট আর হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের আরো এক বছরের মতো সময় প্রয়োজন।

গোলাপি বলে টেস্ট খেলতে প্রয়োজন ঘরোয়া ক্রিকেটের ভিন্ন কাঠামো। যেখানে ঘরোয়া ক্রিকেট খেলা হবে ফ্লাড লাইটে। বাংলাদেশ এখনো সেই রীতি চালু করেনি। ভারতে চালু থাকলেও বাংলাদেশ ও ভারত এখনো আলোর নিচে আনুষ্ঠানিকভাবে টেস্ট খেলার ক্ষেত্রে বিন্দুমাত্র আগ্রহী নয়। টেস্টের নবীন সদস্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান মাত্রই টেস্ট খেলা শুরু করেছে। জিম্বাবুয়েরও রয়েছে দিবা-রাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা।

এর ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী নিজেদের প্রস্তুতি না থাকার কথাই তুলে ধরলেন এভাবে, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাবের পর আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছিলাম। আমরা বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিলাম। কিন্তু আমাদের ছেলেদের দিবা-রাত্রির টেস্ট খেলার সুযোগ হয় না ঘরোয়া ক্রিকেটে। সেই বোধ থেকেই আমরা এই মুহূর্তে দিবা-রাত্রির টেস্ট খেলতে রাজি হইনি।’

বিসিবি চাইছে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচে এর প্রয়োগটা আগে ঘটুক। এরপর ঘরোয়া কোনো সিরিজে একটি ম্যাচ দিবা-রাত্রিতে খেলবে বাংলাদেশ।

যারা এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট খেলেছে তারা আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দিবা-রাত্রির ম্যাচে প্রস্তুতি সেরেই এসেছে। অস্ট্রেলিয়া ২০১৫ সালে প্রথম গোলাপি বলে টেস্ট খেলার আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫টি দিবা-রাত্রির ম্যাচ খেলেছে। ইংল্যান্ডও উদ্বোধনী ম্যাচ খেলার আগে কাউন্টিতে ১১ ম্যাচ খেলেছে।

ভারত এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেললেও আনুষ্ঠানিকভাবে এখনো এই ফরম্যাটে নিজেদের জানান দেয়নি। বাংলাদেশও চাইছে এই মডেল অনুসরণ করতে। সেই কথা মনে করিয়ে নিজাম উদ্দীন জানান, ‘আমরা ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে টেস্ট খেলতে চাই। এরপরই ঘরের মাঠে একটি টেস্ট আয়োজন করব গোলাপি বলে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ছেলেরা ফিরলে আমরা পলিসি নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনায় বসব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads