• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য বাংলাদেশের একাদশ দল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর ৬ টায় শুরু হবে ম্যাচ।

এই ম্যাচ ঘিরে টাইগার ভক্তদের মধ্যে কাজ করছে এক ধরনের উন্মাদনা। ওয়ানডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টি সিরিজটি জিততে চাইলে এই ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

প্রথম টি-টোয়েন্টি হেরে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশ দল। সেই হতাশা কাটিয়ে টাইগাররা প্রস্তুত নিজেদের সর্বোচ্চটুকু দিতে।

বাঁহাতি তামিমের সঙ্গে একজন ডান হাতি ব্যাটসম্যান মাঠে নামলে প্রতিপক্ষ বোলারদের একটু বেকায়দায় ফেলা যায়। গত ম্যাচে ওপেনিংয়ে নামা সৌম্য সরকার বাঁহাতি ব্যাটসম্যান। তাই ডানহাতি লিটন দাস-ই নির্বাচকদের অটো চয়েজ। ক্রিকেট বোর্ড সূত্রে এই আভাস পাওয়া গেছে।

এছাড়া লিটন দাসের সাম্প্রতিক পারফরমেন্সও বেশ উজ্জ্বল। প্রস্তুতি ম্যাচে ৭০ এর বেশি রান করেছেন। যদিও ওয়ানডে সিরিজে তাকে নামানো হয়নি। আজ সৌম্য সরকারকে তিনে নামানো হতে পারে। সৌম্য পারফরমেন্স খুব একটা সন্তোষজনক নয়।

চারে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। পাঁচে যথারীতি মুশফিকুর রহিম। আর ছয়ে তো মাহমুদুল্লাহর জায়গাটি পাকাপোক্তই। মিস্টার ডিপেন্ডেবলের এই সিরিজটিও ভালো কাটছে।

সাতে ব্যাট করবেন অলরাউন্ডার আরিফুল হক। তবে এই জায়গাটায় পরিবর্তন এলেও আসতে পারে। প্রথম ম্যাচে ১৮ বলে ১৫ রান করা এ ব্যাটিং অলরাউন্ডারের স্থলাভিষিক্ত হতে পারেন অভিজ্ঞ সাব্বির রহমান। যদিও সাব্বিবের ব্যাটে সম্পতি ধারাবাহিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তবুও অভিজ্ঞতা এবং ঝড়ো ব্যাটিং এই দুই বিবেচনায় তাকে আজ মাঠে দেখা যেতে পারে।

আটে ব্যাট করবেন বোলিং অলরাউন্ডার মেহেদী মিরাজ। নয়, দশ, এগারো এই তিন পজিশনে যথাক্রমে নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর ও রুবেল হোসেন।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক/সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন ।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, মারলন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দীনেশ রামদিন, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, অ্যাশলে নার্স, সামিউল বদ্রি ও কেসরিক উইলিয়ামস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads