• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘শট ক্লক’ পদ্ধতি

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

‘শট ক্লক’ পদ্ধতি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৮

টেস্ট ক্রিকেটে গত ১১ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে স্লো ওভার রেট। একই সময়ে মন্থরগতির ওভার রেট ছিল টি-টোয়েন্টিতেও। এতে বিঘ্ন হচ্ছে খেলার স্বাভাবিক গতি। বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো দেখে ‘শট ক্লক’ পদ্ধতি চালু করার পক্ষে প্রস্তাব করেছে এমসিসি। নির্ধারিত সময় বেঁধে দেওয়ার এই পদ্ধতি আরো অনেক খেলাতেই আছে। যেমন- বাস্কেটবল।

ক্রিকেটের আইন পাল্টাতে প্রস্তাব করার ক্ষমতা রাখে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। এমন পদ্ধতির কথা তুলে ধরেছেন কমিটির সদস্য রিকি পন্টিং। প্রস্তাবনার ব্যাখ্যায় পন্টিং জানান, ‘শট ক্লককে মনে হতে পারে বেশ চরম ব্যবস্থা। তবে এতে মাত্রা কমে যাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads